![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2015%252F11%252F01%252F90c0f5f017365aa92bc50257de068d4d-10.jpg%3Frect%3D0%252C20%252C1000%252C525%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১৫ মার্চ, ফি ৬০ টাকা
১৫ মার্চ থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম। অনলাইনে ১৫ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ ও ফি জমা দেওয়া যাবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জরিমানা ছাড়া ৬০ টাকা। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা ও রেড ক্রিসেন্ট ফি ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বছরের ১ জানুয়ারি জেএসসি পরীক্ষার্থীর ন্যূনতম বয়স ১১ বছরের বেশি বয়সী হতে হবে। আর ৩১ ডিসেম্বরে সর্বোচ্চ ১৭ বছর হতে পারবে। ঢাকা বোর্ড থেকে পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে দায় প্রতিষ্ঠানপ্রধানদের বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।