![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2019%252F08%252F28%252Fc6ea89add2a0238515e7ad0b89dd473b-5d660d4aaaa72.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আলুগোলার মৎস্যখামার এলাকায় ঘটনাটি ঘটেছে। বিজিবির দাবি, নিহত দুজন ইয়াবা কারবারি ছিলেন। তবে তাঁদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিজিবি বলছে, ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও একটি লম্বা কিরিচ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত দুই ব্যক্তি মিয়ানমারের নাগরিক।