![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F65870b6f-6071-4e58-bbf9-296bea0f7245%252FIremand_Woolvs.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
আয়ারল্যান্ড দলে আবার করোনা, সময় পেছাল আজকের ম্যাচের
করোনা আঘাত হেনেছে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার ওয়ানডে সিরিজে। শুক্রবার আইরিশ দলের পেসার রুহান প্রিটোরিয়াসের করোনা পজিটিভ আসে। সে কারণে শুরু হয়েও পরিত্যক্ত ঘোষিত হয় সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি সময়সূচি অনুযায়ী হলেও আজকের তৃতীয় ম্যাচটির সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ, করোনা!
গতকাল সোমবার আয়ারল্যান্ড উলভসের এক সাপোর্ট স্টাফের কোভিড-১৯ পজিটিভ আসে। আজকের ম্যাচটি পিছিয়ে গেছে সে কারণেই। নতুন করে ম্যাচ–সংশ্লিষ্ট সবার করোনা পরীক্ষা করা হয়েছে কালই। সবারই রিপোর্ট নেগেটিভ আসায় আজকের ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়।