কলকাতা নয়, বাংলাদেশের হয়ে খেলবেন জামাল ভূঁইয়া
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে না আফগানিস্তান। তাই নেপালে অনুষ্ঠেয় তিন দেশীয় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২৩ থেকে ২৯ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
প্রায় একই সময়ে ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের খেলা থাকায় নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া জাতীয় দলের হয়ে কাঠমান্ডুর টুর্নামেন্টে খেলবেন কি না, সে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য স্বস্তির খবর, ডাক পেলে টুর্নামেন্টে খেলবেন জামাল। খেলার বিষয়টি কলকাতা থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন জামালই।