সিরাজগঞ্জের শাহজাদপুরে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা বাজারপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
আহত শিশুর নাম আবদুল্লাহ সরকার (৭)। সে ওই গ্রামের ফল ব্যবসায়ী গোলাম মোস্তফার ছেলে। ঘটনার পর পুলিশ লাল ফিতা দিয়ে বিস্ফোরণ এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.