![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feducation%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fteacher-20210308205845.jpg)
কারিগরি ত্রুটি : পেছাল প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম
প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম পিছিয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করার কথা থাকলেও কারিগরি কিছু ত্রুটি থাকায় তা পিছিয়ে দেয়া হয়েছে। আগামী সপ্তাহে এটি শুরু করা হবে। সোমবার (৮ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করেছি। যেহেতু সফটওয়্যারটা নতুন তাই অনেকে ব্যবহার করতে পারবে না। কারণ এখানে টাইম বাউন্ড অ্যাকশন থাকবে। কোনো শিক্ষক যেন বদলি থেকে বঞ্চিত না হয় সে কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’