একটা কার্ডের দামই যখন ১৫ কোটি টাকা!
‘রুকি কার্ড’ কী—সেটা সবার আগে বলা দরকার। একটি বিনিময়যোগ্য কার্ড, যা কেনাবেচা করা যায়। একজন খেলোয়াড়ের ছবি ও তাঁর প্রথম বছরে খেলার সব তথ্য থাকে সেই কার্ডে। ক্যারিয়ারে সেটা ওই খেলোয়াড়ের প্রথম কার্ড—পরে সেই খেলোয়াড় খ্যাতি কুড়ালে এই রুকি কার্ড বিক্রি হয় অনেক টাকায়।
কত টাকায়? আর রুকি কার্ডটি যদি হয় কোবি ব্রায়ান্টের মতো বাস্কেটবল কিংবদন্তির? তাঁর সঙ্গে আবার জড়ানো মর্মস্পর্শী দুর্ঘটনা—মৃত্যু। গত বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় মেয়েসহ মারা যান ব্রায়ান্ট।
- ট্যাগ:
- খেলা
- দামি ব্র্যান্ড
- খেলোয়াড়
- রুকি কার্ড