আফগানদের বিপক্ষে ঘরের মাঠেই খেলতে চায় বাংলাদেশ
লিখিতভাবে বাংলাদেশকে ‘না’ বলে দিয়েছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন। তবে আগের মতোই নিজেদের মাঠে খেলার ব্যাপারে অনড় অবস্থানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) নিজেদের ভাবনা জানিয়েও দিয়েছে বাফুফে। ফলে, সূচি অনুযায়ী ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি হওয়া নিয়ে অনিশ্চয়তা রইলো আগের মতোই।
বাছাইয়ের ম্যাচ নিয়ে সোমবার ন্যাশনাল টিমস কমিটি বৈঠকে বসেছিল দুপুরের দিকে। লম্বা বৈঠকের পর কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ আগের অবস্থানই জানালেন। তবে, শেষ পর্যন্ত ম্যাচটি যে নিরপেক্ষ ভেন্যুতে গড়ানোর সম্ভাবনাই বেশি, দিলেন সে ইঙ্গিতও।