কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৫ লাখ ডলারে বিক্রির আশা

প্রথম আলো নিউ ইয়র্ক প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১৮:১৩

সাদা চিনামাটির গোলাকার একটি বাটিতে নীল–কালোর মিশেলে ফুলেল ছাপের নকশা। সাধারণ চোখে দেখলে মনে হবে, বাড়িতে নিত্যদিনের ব্যবহারের জন্য এক্ষুনি হয়তো টেবিলে সাজানো হবে বাটিটি। তাতে পরিবেশন করা হবে উপাদেয় কোনো পদ। তবে এভাবে ভাবলে ভুল হবে। এটি সাধারণ কোনো বাটি নয়। এটির বয়স আর দাম জানলে যে কারও চোখ কপালে উঠবে!

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, দেখতে একেবারে সাধারণ বাটির মতো হলেও এর দাম প্রত্যাশা করা হচ্ছে পাঁচ লাখ ডলার! ১৭ মার্চ নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান সদবি’স–এর নিলামে বিক্রি হবে বাটিটি। অনলাইন নিলামে এটি তিন থেকে পাঁচ লাখ ডলারে বিক্রি হতে পারে বলে আশা প্রতিষ্ঠানটির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও