![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F99567b3a-d85f-4aee-92cb-f94c76196690%252FGopalgonj_Editef.jpg%3Frect%3D0%252C105%252C892%252C468%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
অগ্নিদগ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী ত্রয়ী দাস (২৩) অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করছেন বিভাগটির সভাপতি মো. লুৎফুল কবির।
সোমবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ত্রয়ী দাস।