![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/03/08/mungli-van-080321-01.jpg/ALTERNATES/w640/mungli-van-080321-01.jpg)
নিজের পায়ে চলতে চান জয়পুরহাটের মুংলী
নিজের পায়ে চলার জন্য ভ্যান বেছে নিয়েছেন জয়পুরহাটের মুংলী রানী মালী; এলাকায় যিনি প্রশংসা কুড়িয়েছেন কারও কাছে হাত পাতবেন না এই সংকল্পে অটল থেকে।
ভ্যান চালিয়েই তিন সন্তানসহ বাবা-মায়ের ভরণ-পোষণ চালান জেলার আক্কেলপুর উপজেলার বিষ্ণাপুর গ্রামের এই নারী।মুংলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০২ সালে বিয়ে হয়েছিল এক বেকার ছেলের সঙ্গে।