শিশুদের বই পড়া সহজ করতে নতুন ফিচার গুগল প্লে বুকসে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ২০:২৭
অভিভাবকরা যাতে শিশুকে আরও সহজে বই পড়ায় উদ্বুদ্ধ করতে পারেন, সেজন্য নতুন ফিচার নিয়ে এসেছে গুগল। নিজেদের ই-বুক ডিজিটাল বিতরণ সেবা প্লে বুকে ফিচারটি দিয়েছে প্রতিষ্ঠানটি। এখন থেকে চাইলে অভিভাবকরা কোনো বই শিশুদেরকে শোনার ব্যবস্থা করে দিতে পারবেন। ‘ট্যাপ টু রিড’ ফিচারটি নিজে থেকেই বইয়ের শব্দ পড়ে শোনাবে।