বহিরাগত নিয়ে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

নয়া দিগন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ১৬:০৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে অনুমতি ছাড়া ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা আরোপের পরদিনই বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন শাখা ছাত্রলীগের একাংশ। ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচিতে ছাত্রলীগ নেতা তন্ময় সাহা টনির নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ব্যানারে ক্যাম্পাসে ঢুকে বহিরাগতরা। এতে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

জানা যায়, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। পরে ক্রমান্বয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাখা ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ নেতা তন্ময় সাহা টনির নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ছাত্রলীগের একাংশ। টনির সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ব্যানারে বহিরাগতদের দেখা যায়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ব্যানারে বহিরাগতদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করায় নিন্দা জানিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও