![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/800/cpsprodpb/ACEB/production/_117476244_bbcae6b9-c428-4975-8244-b12e9e2cf574.jpg)
বাংলাদেশে সংবাদপত্রে কার্টুন ছাপানো কমে যাচ্ছে যে কারণে
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ২১:১৪
বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোকে বিশেষ করে শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রথম পাতায় এক দশক আগেও নিয়মিতই কার্টুন প্রকাশ করতে দেখা যেতো, যেগুলো প্রায়শই ব্যাপক আলোচনার জন্ম দিতো। কিন্তু এখন আর পত্রিকাগুলোর প্রথম পাতায় কার্টুন বিশেষ করে রাজনৈতিক কার্টুন খুব একটা চোখেই পড়ে না।