ফেনীতে ভবনে বিস্ফোরণের ‘রহস্য’ উদ্ঘাটন
ফেনী শহরে ভবনে বিস্ফোরণের ‘রহস্য’ উদ্ঘাটন করেছে পুলিশ। অতিরিক্ত গ্যাসের চাপ ও মশা মারার ইলেকট্রিক প্যাডে স্পার্কিংয়ের কারণেই এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানান ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী।
তিনি জানান, ফেনীর ফায়ার সার্ভিস ও ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের এক্সপার্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন এখানে বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু নেই। তবে চুলার গ্যাস সংযোগ চালু ছিল। দরজা জানালা বন্ধ থাকায় গ্যাস সারা ঘরে ছড়িয়ে পড়ে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিস্ফোরণ
- ভবন
- রহস্য উন্মোচন