![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-1-20210306181555.jpg)
সুনামগঞ্জে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, নিহত ১
সুনামগঞ্জের সদর উপজেলার বনগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে কামাল হোসেন নামের এক চোরাকারবারি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক বিজিবি সদস্য।
শনিবার (৬ মার্চ) বিকেলে সীমান্তের ১২১৫ নম্বর আন্তর্জাতিক পিলারের পূর্ব দিকে সাংবাদিক টিলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।