চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মার্চ) রাতে ও শনিবার (৬ মার্চ) ভোরে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- চন্দনাইশ উপজেলার বিরাকুল নতুনপাড়া গ্রামের বাসিন্দা উত্তম দাশ (৫০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানান,
নগরের বহদ্দারহাট এক কিলোমিটারে রাস্তা পারাপারের সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় উত্তম দাশ নামে একজন মধ্যবয়স্ক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে তাকে আইসিউ সাপোর্টে রাখা হয়। মধ্যরাতে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.