জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়িয়ে সাইবার স্পেসের অপব্যবহার করছে উ. কোরিয়া

ডেইলি স্টার উত্তর কোরিয়া প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ১৫:০১

যুক্তরাষ্ট্রের সাইবার কমান্ডের কমান্ডার জেনারেল পল নাকাসোন বলেছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়িয়ে সাইবার স্পেসের অপব্যবহার করছে উত্তর কোরিয়া।

গত বৃহস্পতিবার সাইবার নিরাপত্তা বিষয়ক এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে দ্য কোরিয়ান হেরাল্ড।

পল নাকাসোন বলেন, ‘জাতিসংঘের নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচার জন্য সাইবারের মাধ্যমে আন্তর্জাতিক অর্থের শোষণকে স্পনসর করে আসছে উত্তর কোরিয়া।’

অস্ত্র প্রকল্পে অর্থায়ন ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ব্যাংককে টার্গেট করে সাইবার হামলা চালানোর ক্ষেত্রে উত্তর কোরিয়া সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। পিইংইয়ংয়ের সাইবার অপরাধ প্রচারের জন্য চীন দক্ষ কর্মী বিনিময় এবং প্রশিক্ষণ দিয়েছে বলে ধারণা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও