কবিতা’র মেইকআপ টিপস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ১৩:০৪
মেইকআপ হতে হবে ত্বকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। মেইকআপের ক্ষেত্রেও তাই। ত্বকের রংয়ের চাইতে অতিমাত্রায় কড়া মেইকআপ নিলে দেখতে মোটেই ভালো লাগেবে না। আন্তর্জাতিক অঙ্গনেও এই পদ্ধতি মেনেই রূপসজ্জা করা হয়।
আর সেই পদ্ধতি অনুসরণ করেই বাংলাদেশে মেইকআপ কর্ম শুরু করেছেন সালমা সারোয়ার কবিতা।
পেশাদার রুপসজ্জাকর হিসেবে দেশে প্রথম কাজ করা শুরু করলেও বিদেশে আগেই হাত পাকিয়েছেন তিনি। পাশাপাশি নিয়েছেন মেইকআপ’য়ের ওপর প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠনিক ডিগ্রি।
সাড়ে ছয় বছর আগে মালয়েশিয়া’র ‘ব্যাক স্টেজ’ থেকে পেশাদার মেইকআপের ওপর প্রশিক্ষণের পর ‘লন্ডন মেইকআপ স্কুল’ থেকে বিউটি মেইকআপ’য়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন সাড়ে তিন বছর আগে।
- ট্যাগ:
- লাইফ
- মেকআপ
- মেকআপ টিপস
- লিপস্টিক মেকআপ