![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F68b2b1dc-f6f7-4622-8b8f-9828ef8b14ae%252FFormer_Mohammedan_footballers__election_hangout_at_club_premises_this_evening_1.jpg%3Frect%3D3%252C0%252C1564%252C821%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সুদিনের আশায় মোহামেডানে নির্বাচন
মতিঝিলের মোহামেডান স্পোর্টিং ক্লাব ভবনে আলোকসজ্জার কাজ চলছিল কাল দুপুরে। নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত নতুন পরিচালনা পর্ষদ গঠিত হতে যাচ্ছে ক্লাবটিতে। নির্বাচনের মাধ্যমে ক্যাসিনো–কাণ্ডের কলঙ্ক মুছে মোহামেডান আলোকিত দিনের পথে পা বাড়াবে—ক্লাব ভবনের আলোকসজ্জা যেন সেই বার্তাই দিচ্ছে।