৩০ বছর পর সরকারি জমি দখল মুক্ত করলেন ইউএনও
মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে সারাদেশে দখলমুক্তকরণ অভিযান শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে ৩০ বছর ধরে দখল করে রাখা ৯৫ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ও সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর মৌজা এলাকায় ৬৬০ নম্বর খতিয়ানে মোট ৯৫ শতক সরকারি জমি রয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সরকারি জমি
- দখল মুক্ত
- ইউএনও