![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feconomy%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fkaus-20210305140349.jpg)
আমাকে সম্মান জানানোর জন্য কৃতজ্ঞ : কাউছ মিয়া
মুজিববর্ষে সেরা করদাতা হিসেবে সম্মাননা জানানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুরান ঢাকার জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া। শুক্রবার (৫ মার্চ) সেগুনবাগিচায় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে কাউছ মিয়াকে সম্মাননা জানায় এনবিআর। কাউছ মিয়া বলেন, ‘আমার বয়স হয়েছে। চিকিৎসক কথা কম বলতে বলেছেন। আমাকে এই সম্মান জানানোর জন্য কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘জীবনের অনেকটা পথ পারি দিয়ে আজকের অবস্থানে এসেছি। সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করেছি। বাকিটা জীবনও যেন এভাবে পথ চলতে পারি। ধন্যবাদ সবাইকে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে