ওটিটি প্ল্যাটফর্ম ও ইমো-ভাইবার-মেসেঞ্জার থেকে রাজস্ব আদায়ের পরিকল্পনা
বিনোদননির্ভর ওটিটি (ওভার দ্য টপ স্ট্রিমিং) প্ল্যাটফর্ম থেকে রাজস্ব আদায়ের পরিকল্পনা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, জি-ফাইভ, আইফ্লিক্স, হইচই ইত্যাদির মতো ওটিটি প্ল্যাটফর্মের ওপর কোনও নিয়ন্ত্রণ না থাকায় উচ্চ আদালতের নির্দেশনায় এসব প্ল্যাটফর্ম থেকে আপত্তিকর কনটেন্ট অপসারণ ও খসড়া নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিটিআরসি। এরইমধ্যে বিটিআরসি এই বিষয়ক একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রথম বৈঠক গত বুধবার (৩ মার্চ) অনুষ্ঠিত হয়।
এদিকে ভাইবার, মেসেঞ্জার, ইমো, উইচ্যাট, লাইনের মতো যোগাযোগনির্ভর ওটিটি সার্ভিস এ দেশে বিপুল জনপ্রিয়। দেশ থেকে ব্যবসা (বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে) করে অর্থ নিয়ে যাচ্ছে তারা। দেশে এসব প্রতিষ্ঠানের কোনও নিয়ন্ত্রণ না থাকা, কোনও ধরনের যোগাযোগ পয়েন্ট না থাকায় সরকার তার রাজস্ব (ভ্যাট ও ট্যাক্স বাবদ) হারাচ্ছে বলে অভিমত দিয়েছেন খাত সংশ্লিষ্টরা।