![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/03/05/110701US-police.jpg)
পুলিশ সংস্কার বিল নিয়ে আবার এগোচ্ছে মার্কিন কংগ্রেস
পুলিশ সংস্কার বিল নিয়ে আবারো সামনে এগোতে শুরু করেছে মার্কিন কংগ্রেস। গত বুধবার কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এ সংক্রান্ত বিল পাস হয়েছে। অচিরেই সেটি সিনেটে পাস হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের টেবিলে পৌঁছাবে বলে আশা করছেন পর্যবেক্ষক ও রাজনীতিকরা।
গত বছর ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশ হেফাজতে মারা যান আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড। এরপর যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী ও পুলিশ নিপীড়নবিরোধী আন্দোলন নতুন গতি পায়।