৫ মার্চ ১৯৭১: ‘জয় বাংলার’ জয়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ০৯:৫৮
একাত্তর সালের ৫ মার্চ দৈনিক ইত্তেফাকের ব্যানার হেডলাইন ছিল- ‘জয় বাংলার’ জয়।
রাজনৈতিক ভাষ্যকার ‘ক্রেডিট লাইন’ দিয়ে সেদিন ওই প্রতিবেদনের শুরুর দিকের একটি লাইন ছিল- “ক্ষমতার দুর্গ নয়, জনগণই যে দেশের সত্যিকার শক্তির উৎস, বাংলাদেশের বিগত তিন দিনের ঘটনাবলী নিঃসন্দেহে সপ্রমাণিত হয়েছে।”
১৯৭১ সালের মার্চের প্রতিটি দিনই ছিল অগ্নিঝরা। ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, “বাংলার মানুষের দুর্জয় আন্দোলন দেখে দেশের পশ্চিমাঞ্চলে (পশ্চিম পাকিস্তান) নতুন করে চিন্তা-ভাবনা শুরু হয়েছে।”
ওই দিন ইত্তেফাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বিবৃতি প্রকাশিত হয়। আগের দিনের ওই বিবৃতির খবরের শিরোনাম ছিল, ‘সংগ্রামী জনতার প্রতি নেতার অভিনন্দন।’