করোনা টিকা পাবেন চবির সব শিক্ষার্থী
আবাসিক শিক্ষার্থীর পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদেরও কোভিড-১৯ টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা মোতাবেক, চবির সব শিক্ষার্থীর নামের তালিকা ও জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
টিকা নিতে আবাসিক/অনুমতিপ্রাপ্ত ও অনাবাসিক শিক্ষার্থীদের আগামী ৬ মার্চের মধ্যে পৃথক অনলাইন ফরম পূরণ করতে বলা হয়েছে।