যুক্তরাষ্ট্রের অ্যান্টি-এশিয়ান সহিংসতা কী বার্তা দেয়?
গত বছরের মার্চ মাসে নিউ ইয়র্কে ২৩ বছর বয়সী এক কোরীয় নারীকে করোনাভাইরাসের জন্য দায়ী করে তার মুখে ঘুষি মারা হয়। যুক্তরাষ্ট্রে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে আরো অনেক ঘটনা ঘটে, যাতে এশিয়ান-আমেরিকানদের থুথু নিক্ষেপ, মারধর, হত্যা, এমনকি রাসায়নিকের সাহায্যে হামলা করা হয়।
এ ধরনের মহামারিসংক্রান্ত সহিংসতার প্রেক্ষাপটে অ্যাডভোকেসি সংগঠনগুলো এশিয়ান-আমেরিকানদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানির ঘটনা নথিভুক্ত করা শুরু করে। ‘স্টপ এপিআই হেট’ নামের একটি সংস্থা ২০২০ সালে দুই হাজার ৮০০টি সহিংসতার অভিযোগ পেয়েছে, যার মধ্যে ২৪০টি শারীরিক নিপীড়ন। এ ছাড়া এএপিআই ইমার্জেন্সি রেসপন্স নেটওয়ার্ক গত বছর কভিড সংশ্লিষ্ট বিদ্বেষের ঘটনা শনাক্ত করার কাজ শুরুর পর থেকে তিন হাজারের বেশি অভিযোগ পায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.