![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/03/04/gazipur-fire-040321-01.jpg/ALTERNATES/w640/gazipur-fire-040321-01.jpg)
গাজীপুরে আগুনে পুড়ল ৬ দোকান
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মালপত্রসহ ছয়টি দোকান আগুনে পুড়ে গেছে।উপজেলার কাওরাইদ বাজারে বুধবার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিয়া রাজ উদ্দিন জানান।
তিনি বলেন, বাজারে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি করাত কল, একটি আসবাব ও ভাঙ্গারিসহ ছয়টি দোকান ও মালপত্র পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।