নারীর অধিকার অর্জনে নতুন গল্প দরকার

প্রথম আলো লায়লা খন্দকার প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ১৮:৪৪

‘মেয়েরা স্মার্ট হয় না, তারা সুন্দর হয়’—বলল পাঁচ বছর বয়সী এক ছেলে। তার তিন বছর বয়সী বোনকে মা ‘স্মার্ট’ বলায় এই মন্তব্য। মাকে তখন ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে হলো, ছেলে ও মেয়ে উভয়েই স্মার্ট ও সুন্দর হতে পারে। নারী ও পুরুষের ভূমিকাসংক্রান্ত প্রচলিত রীতিনীতি আত্মস্থ করে সমাজের প্রত্যাশা অনুযায়ী আচরণ করার শিক্ষা শুরু হয় শৈশবে—তিন বছর বয়স থেকে; কৈশোরে এর তীব্রতা বাড়ে। নারী ও পুরুষের আচরণ সম্পর্কে গৎবাঁধা ধারণা নিয়ে জীবন কাটানো উভয়ের জন্য ক্ষতিকর। এতে তারা সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়ে। তাদের মানবিক সম্ভাবনার বিকাশ ব্যাহত হয়।

ডিজনির চলচ্চিত্রগুলোর মাধ্যমে শিশুদের যেসব বার্তা দেওয়া, তা তুলে ধরতে ‘ডেঞ্জারস অব ডিজনি’ সিরিজে ছবি এঁকেছেন রোজি অ্যালেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘আপনি যদি অরণ্যে একটি মেয়েকে বড় করেন, সে কখনোই সুন্দর পোশাক পরে খেলার কথা চিন্তা করবে না কিংবা শারীরিক গড়ন নিয়ে চিন্তিত থাকবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও