SBI গ্রাহকদের জন্য সুখবর! এখন প্রতি মাসে আরও বেশি টাকা সাশ্রয় করুন
এই সময় ডিজিটাল ডেস্ক: কোভিড ক্রাইসিসের মধ্যে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) ফের গ্রাহকদের পাশে দাঁড়াল। হোম লোনের গ্রাহকদের জন্য বড় স্বস্তির কথা ঘোষণা করেছে তারা। এর ফলে গ্রাহকদের উপরে EMI-এর বোঝা বেশ কিছুটা কমবে।
সাধারণ মানুষ ব্যাঙ্ক থেকে যত ধরনের ঋণ নেন তার মধ্যে গৃহঋণে সুদের হার সবথেকে কম। তবুও গৃহঋণের ক্ষেত্রেই অধিকাংশ সময় সুদ বাবদ সবথেকে বেশি অঙ্কের টাকা ফিরিয়ে দিতে হয় গ্রাহককে। এমনও দেখা যায়, ব্যাঙ্ক থেকে যত টাকার হোম লোন নেওয়া হয়েছে মেয়াদ শেষে সুদে আসলে তার দ্বিগুণেরও বেশি টাকা ফিরিয়ে দিতে হচ্ছে একজন গ্রাহককে। স্বাভাবিকভাবে হোম লোনের ক্ষেত্রে সুদের হার খুবই গুরুত্বপূর্ণ বিষয়।