নুসরাত-নিখিলের বিবাহবিচ্ছেদের খবরের জল্পনা গত দু-মাসে বারেবারে মাথাচাড়া দিয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই নেটিজেনদের নজর কিন্তু আটকে থেকেছে নিখিল জৈনের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। গত একমাসে নিখিলের ফলোয়ার সংখ্যা চড় চড়িয়ে বেড়েছে। নিখিল সরাসরি নুসরাতকে আক্রমণ না করলেও ইনস্টায় তাঁর ইঙ্গিতপূর্ণ