![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/150DC/production/_117363268_c81505fa-f94b-412f-a093-5f11568cfa48.jpg)
সৌদি যুবরাজ বিন-সালমানের 'শাস্তি' চান খাসোগজির বাগদত্তা - BBC News বাংলা
সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যার দায়ে সৌদি যুবরাজকে 'অবিলম্বে শাস্তি দেয়ার' দাবি জানিয়েছেন মিস্টার খাসোগজির প্রেমিকা ও বাগদত্তা হাতিস চেংগিস।
"এটা শুধু ন্যায়বিচারই নিশ্চিত করবে না...একই ঘটনার পুনরাবৃত্তিও রোধ করবে," এক বিবৃতিতে বলেন তিনি।জামাল খাসোগজি হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর হাতিস চেংগিসের পক্ষ থেকে এমন বিবৃতি এলো।