কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ভোট বিক্রি হবে, ভোট কিনে নেবে—প্রথাটা না থাকাই উচিত’

প্রথম আলো জয়পুরহাট সদর প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ১৯:৩৪

আজ ২ মার্চ জাতীয় ভোটার দিবস। দেশে তৃতীয়বারের মতো পালিত হতে যাচ্ছে এ দিবস। দিবসটি উপলক্ষে জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান বলেছেন, ‘আমরা ২০২৬ সালের মধ্যে উন্নয়শীল দেশের নাগরিক হতে যাচ্ছি। উন্নয়নশীল দেশে ভোট বিক্রি হবে, ভোট কিনে নেবে—এই প্রথা, এই সিস্টেমটা না থাকাই উচিত।’

আজ মঙ্গলবার বেলা ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় মূল ফটকের সামনে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করা হয়। ভোটার দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে কর্মসূচি কিছুটা সীমিত রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও