হাজার হাজার যুবকের অপমৃত্যু ঘটছে যে কারণে
শুধুমাত্র তামাকজাত দ্রব্য আর সিগারেটের নিকোটিনে প্রতিবছর হাজার হাজার যুবকের অকাল মৃত্যু হয়। এই সংকট নিরসনে সরকারের কঠোর ভূমিকা চেয়ে 'তামাকবিরোধী জোট' বলছে, আর কোনো অপমৃত্যু চায় না সংস্থাটি।
মঙ্গলবার (০২ মার্চ) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য দেয় সংস্থাটি। এসময় তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট করারোপ জরুরি বলেও এক গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয়।