আমিরাতের আকাশে শক্তি প্রদর্শন করতে যাচ্ছে ভারতের সুখোই
মুসলিম বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক সুদৃঢ় হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এবার শক্তি প্রদর্শন করবে ভারতীয় বিমানবাহিনীর অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমান। সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছেন, ‘ডেজার্ট ফ্ল্যাগ’ নামে ওই মহড়ায় অংশ নিতে বুধবার অমিরাতে যাচ্ছে ভারতের বিমানবাহিনীর ছয়টি সুখোই -৩০ এমকেআই ও দু’টি সি-১৭ বিমান।
ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ ওই মহড়ায় অংশ হবে ১০টি দেশ। প্রসঙ্গত, নরেন্দ্র মোদির শাসনামলে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত হয়েছে নয়াদিল্লির। গত বছর ফ্রান্স থেকে ভারতে আসার সময় রাফালে যুদ্ধবিমানগুলোতে মাঝ আকাশে জ্বালানি ভরে দেয় অমিরাতের বিমানবাহিনীর ট্যাঙ্কার বিমান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে