একটি কৃত্রিম পা হলেই বাঁশ থেকে মুক্তি মিলবে শিশুটির
জন্মের ক'বছর যেতে না যেতেই জীবনের রঙ ফুরিয়ে যেতে বসেছে ছোট্ট হাবিবার। মাত্র তিন বছর বয়স থেকে এক পায়ে বাঁশ বেঁধে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে শিশুটিকে। পায়ে বাঁশের টুকরো নিয়ে হাবিবাকে যাপন করতে হচ্ছে দুঃসহ জীবন।
এ বয়সে পাখির মতো ডানা মেলে ছোটার কথা তার। দৌড়ঝাঁপ আর উল্লাসে অবিরাম ছুটে চলার কথা খেলার সাথীদের নিয়ে। অথচ এক পায়ে বাঁধা বাঁশ নিয়ে জীবন টেনে নিতে হচ্ছে কিশোরগঞ্জের ৬ বছরের শিশু হাবিবাকে। একটি দুর্ঘটনা থামিয়ে দিয়েছে শিশুটির জীবনের গতি। তাকে নিয়ে চরম হতাশায় পরিবার।