![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F6acb8592-0d8c-4291-b10c-02a3003ef63a%252FNoakhali_DH0516_20210301_Noakhali_Journalist_Murder_Protest_01032021_1.jpg%3Frect%3D0%252C230%252C2048%252C1075%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
নোয়াখালীতে বুরহান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের কালো পতাকা মিছিল
তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন ওরফে মুজাক্কিরের হত্যাকাণ্ডের বিচার চাইতে কালো পতাকা হাতে নোয়াখালী শহরের রাজপথে নেমেছেন সহকর্মী গণমাধ্যমকর্মীরা। আজ সোমবার বেলা পৌনে ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাবের ডাকে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে জেলা শহরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের সাংবাদিকেরা অংশগ্রহণ করেন। এমন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখে শহরের প্রধান সড়কের দুই পাশে অগণিত মানুষ দাঁড়িয়ে যান।