![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F4412321a-7c02-4b8f-8a98-86be8adae531%252Froad_accident.png%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
শেরপুরে ট্রলি ধানখেতে, মালের চাপায় চালক নিহত
শেরপুরের শ্রীবরদীতে কুড়াবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ধানখেতে পড়ে যায়। এতে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো. ফকির মিয়া (৪০)। তিনি শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের আতিকুর রহমানের ছেলে। গতকাল রোববার রাতে শেরপুর-শ্রীবরদী সড়কের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে জামালপুরের বকশীগঞ্জ থেকে কুড়াবোঝাই করে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি শেরপুর আসার পথে কুড়িকাহনিয়া এলাকায় ট্রলিচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ট্রাক চালকের মৃত্যু
- ধানক্ষেত