You have reached your daily news limit

Please log in to continue


জয়নুল সংগ্রহশালা: চিত্রকর্মের সঙ্গে স্মৃতি নিদর্শন

প্রবেশের পথটি ধনুক আকৃতির। রাস্তা ধরে সংগ্রহশালায় যাওয়ার সময় দুই পাশে পড়বে গাছের সারি—তালি পাম, পিটালি, লাতিম, কড়ই, আম, জাম, কামরাঙা, বকুল, সেগুন, বটসহ নানা গাছ। এসব গাছ পরিবেশকে সুশোভিত করেছে, গাছে গাছে পাখিদের কলকাকলি চারপাশকে করেছে মুখর। ভবনের ঠিক বাঁ পাশেই দেখা মিলবে ভাস্কর্য। শিল্পাচার্য জয়নুল আবেদিনের এই ভাস্কর্যটি নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক হামিদুজ্জামান খান। এর ঠিক পাশেই শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উদ্বোধনী নামফলক। ১৯৭৫ সালের ১৫ এপ্রিল সংগ্রহশালাটি উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। তখন ভবনটি একতলা ছিল। পরে বাংলা ১৩৯৩ সনে ভবনটি পুনর্নির্মিত হয়ে দ্বিতল ভবনে পরিণত হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন