পদ্মার তলদেশ দিয়ে বিদ্যুৎ যাচ্ছে ফরিদপুর–মানিকগঞ্জের ৮৮ গ্রামে

প্রথম আলো পদ্মা নদী প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:০১

পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে ফরিদপুর ও মানিকগঞ্জের ৪টি উপজেলার ৮৮টি গ্রামে বিদ্যুতায়নের কাজ করছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এর ফলে ওই গ্রামগুলোর ৯ হাজার ৭০৮ জন গ্রাহক বিদ্যুতের আওতায় আসবেন। আগামীকাল সোমবার প্রথম পর্বে বিদ্যুৎ–সংযোগ পাচ্ছে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের ১৯৭টি পরিবার।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, পদ্মা নদীর তীরসংলগ্ন ফরিদপুর সদরের সিঅ্যান্ডবি ঘাট ও ভূইয়াবাড়ী ঘাট এবং চরভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ ঘাট ও গোপালপুর ঘাট থেকে পদ্মা নদীর তলদেশ দিয়ে মোট ছয় কিলোমিটার পথ সাবমেরিন কেবল টেনে চর এলাকায় এই বিদ্যুৎ প্রদান কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ২০১৯ সালের ২২ ডিসেম্বর এই কাজ শুরু হয়। এর জন্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮০ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও