![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmurd-20210228154629.jpg)
চরমোনাইতে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
বরিশালে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জামান জানান,
চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকার ব্রিজের ঢালে একটি দোকানের পাশে এক যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তার পরনের লুঙ্গি দিয়ে হাত ও পাঞ্জাবি দিয়ে পা বাঁধা ছিল। এছাড়া তার মাথা ও মুখ পলিথিনে মোড়ানো ছিল। তিনি আরও জানান, শ্বাসরোধে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এবং কেন হত্যা করেছে,
- ট্যাগ:
- বাংলাদেশ
- যুবক
- মরদেহ উদ্ধার
- হাত-পা বাঁধা