TikTok-কে টেক্কা দিতে হাজির Facebook Bars অ্যাপ, বিনা পয়সায় RAP তৈরির ব্যাপক ফিচার্স!

এইসময় (ভারত) প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫২

এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Facebook এবার একটি শর্ট ভিডিয়ো মেকিং অ্যাপ BARS নিয়ে হাজির হল। এই অ্যাপ চিনা ভিডিয়ো মেকিং অ্যাপ TikTok-কে জোরদার টক্কর দিতে চলেছে। মূলত এই শর্ট ভিডিয়ো মেকিং অ্যাপের সাহায্যে Rapperদের টার্গেট করতে চাইছে Facebook। Rap তৈরি করার যাবতীয় সুবিধা দিয়ে জাস্ট কয়েক মুহূর্তে তা আপলোডও হয়ে যাবে এই BARS অ্যাপে।

Facebook-এর নতুন প্রডাক্ট এক্সপেরিমেন্টেশন টিম (NPE) এই Bars নামক অ্যাপটি তৈরি করেছে। Rapperদের জন্য বিটসও সাপোর্ট করবে এই অ্যাপে। আপাতত অ্যাপটি আমেরিকায় App Store-এর জন্য লঞ্চ করা হলেও বিটা টেস্টিংয়ের কারণে ক্লোজ করা রয়েছে। Bars অ্যাপের জন্য আগ্রহীরা সাইন আপ করে ওয়েটিং লিস্টেও থাকতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও