পঞ্চগড় সদরে রাতের আঁধারে একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১১টি ল্যাপটপ চুরি হয়েছে। উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেখের হাট উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে এসব ল্যাপটপ চুরি হয়। শুক্রবার রাতে এ ঘটনা ঘটলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেননি বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শনিবার সকালে বিদ্যালয় কক্ষের তালা খুলতে গিয়ে ল্যাবের দরজা খোলা দেখতে পান পিয়ন লুৎফর রহমান। ভেতরে কোনো ল্যাপটপ নেই দেখে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানকে জানান তিনি। পরে বিষয়টি বিভিন্ন দফতরে জানান প্রধান শিক্ষক মতিয়ার রহমান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.