শাহবাগে গ্রেপ্তার সাতজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শাহবাগে মশাল মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সাতজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে এ ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আজ শনিবার আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমাণ্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া রিমান্ড আবেদন নামঞ্জুর করে তিন কার্যদিবসের মধ্যে একদিনের জন্য প্রত্যেককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। অপরদিকে তাদের জামিন শুনানির জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেন আদালত।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে