ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ কলকাতায় হতে পারে
চলমান ভারত-ইংল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ হতে পারে কলকাতার ইডেন গার্ডেনসে। পুনেতে ২৩, ২৬ ও ২৮ মার্চ ম্যাচগুলো হওয়ার কথা ছিল। কিন্তু মহারাষ্ট্রে হঠাৎ করেই করোনা বেড়ে যাওয়ায় পুনে থেকে ম্যাচ সরানোর কথা ভাবছে বিসিসিআই।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে জানা গেছে, কলকাতায় এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ঘরোয়া ক্রিকেটের বেশ কিছু ম্যাচও হয়েছে সেখানে।