COVID টিকার নামে ভুয়ো মেসেজ, ক্লিক করলেই গায়েব লাখ টাকা!
এই সময় ডিজিটাল ডেস্ক: অনলাইনে জিনিসপত্র কেনাকাটি হালফিলে খুবই সহজ হয়ে গিয়েছে। কিন্তু তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে জালিয়াতি। নোটবন্দির পর থেকেই এ দেশে অনলাইনে লেনদেন বেড়েছে।
করোনার হানায় সেই লেনদেনে আমূল পরিবর্তনও লক্ষ্য করা গিয়েছে। এমনই এক সন্ধিক্ষণে কেন্দ্রের তরফে কড়া সতর্কবার্তা দেওয়া হল। কোভিডের টিকার নাম করে আপনার অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সাইবার অপরাধীরা।
তাই এমন এক পরিস্থিতিতে ইউজারদের যতটা বেশি পরিমাণে সতর্ক থাকা সম্ভব, তার থেকেও বেশি সজাগ হতে হবে।