![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F7fa9beb9-c79f-43ac-877c-ad72e9573f06%252FBHOLA_DH0592_20210227_BHOLA_7_JPG.JPG%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ভোলায় প্রচারণার শেষ মুহূর্তে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর
ভোলা পৌরসভা নির্বাচনে প্রচার-প্রচারণার শেষে এসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় সব মিলিয়ে ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর হয়েছে নির্বাচনী কার্যালয়, দোকান, বোরাক-রিকশা ও মোটরসাইকেল।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুর রব (উটপাখি) এবং বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী ওমর ফারুকের (ডালিম) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী এফরানুর রহমান ও মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে সহিংতার ঘটনা ঘটে।