কনুইয়ের কালচে ছোপ দূর করতে
বার্তা২৪
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৭
সুন্দর কোমল ত্বকে কালচে দাগ চায় না কেউ। না চাইলেও অনেকেরই হাঁটু এবং কনুইয়ে কালচে দাগ দেখা যায়। ত্বকে কালচে দাগ বড্ড বেমানান। আবার এই দাগ সহজে যেতেও চায় না! কেন হয় এমন? আর কেমন যত্ন নিলে মুক্তি মিলবে এই দাগ থেকে? কীভাবে দূর করবেন কালো দাগ চলুন জেনে নেওয়া যাক।
চিনি আর পাতিলেবুর প্যাক:
১ চা চামচ চিনি পানিতে মিশিয়ে নিন। এবার ১টি পাতিলেবুকে দুইভাগ করে কেটে ফেলুন। এই অর্ধেক পাতিলেবুর মধ্যে চিনির রস দিয়ে কনুইয়ে ১০ মিনিট ভাল করে ঘষে ধুয়ে ফেলুন। এই ভাবে সপ্তাহে ২-৩ দিন করলে দ্রুত ফল পাবেন। এই পদ্ধতিতে ঘাড়, পিঠ বা হাঁটুর কালচে ভাবও দূর করা সম্ভব।
- ট্যাগ:
- লাইফ
- ঘরোয়া উপায়
- কনুইয়ের কালো দাগ