বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
ঢাকার সাভারে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। অবরোধের কারণে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সাভার থানার পুলিশ জানায়, হেমায়েতপুর ঋষিপাড়া এলাকার কিউ পয়েন্ট নামের একটি পোশাক কারখানার চার শতাধিক শ্রমিক আজ শনিবার সকাল আটটায় কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। এ সময় কারখানাটিতে কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। দুদিন ধরে শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতনের দাবিতে সোচ্চার ছিলেন। কর্মকর্তাদের না পেয়ে শ্রমিকেরা কাজ বন্ধ করে সকাল নয়টার দিকে কারখানার সামনে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নেন। এরপর তাঁরা বকেয়া বেতন ও হাজিরা বোনাসের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আশ্বাস ছাড়া শ্রমিকেরা তাঁদের অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণায় অনড় রয়েছেন।