কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ফেব্রুয়ারির শেষেই গ্রীষ্মের পাল্লা ভারী, অস্বস্তি বাড়ছে

ফেব্রুয়ারি মাসের শেষেই গ্রীষ্মের পাল্লা ভারী হতে শুরু করেছে। শনিবার আরও কিছুটা বাড়ল তাপমাত্রা। ভোরের দিকে শীতের আমেজও বিদায় জানিয়েছে বঙ্গবাসীকে। ফলে ফুল স্পিডে ফ্যান চালানোর পাশাপাশি এসির রিমোট হাতড়াতে শুরু করেছেন অনেকেই। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবার আরও একধাপ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ ডিগ্রিতে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে কুয়াশার আস্তরণ ঘিরে রেখেছিল শহরকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সূর্যের আলো তীব্রতর হয়ে উঠছে। এদিন বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। তবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই শহরে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও হাওয়া অফিসের দাবি, আগামী দু'দিন মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন